
Bangladesh is a small country, covering only 147,570 square kilometers. Despite its diminutive size, this area is abundant in the natural world. We rely greatly on nature and the environment for our everyday needs, yet because of rising population pressure, industrialization, and urbanization, the environmental balance is being lost owing to soil, water, and air pollution. Global warming is becoming worse and the earth’s climate is changing as a result of the excessive release of dangerous greenhouse gases and other substances into the atmosphere. The influence of global warming is also causing the sea level to rise steadily. Many low-lying regions of the world, including Bangladesh, India, the Maldives, and Sri Lanka, may soon be flooded by sea water, according to a research. A very sad but recent study has revealed that in the past 250 years, approximately 571 species of plants and 217 species of animals (animals, birds, and reptiles), including Bangladesh, have vanished from the planet. As a result, the people of developing and less developed countries, including Bangladesh, are suffering more. However, the broader issue is that most studies on nature, which cover the origins, impacts, and what we can do to keep nature in balance, are restricted to a small group of people. Naturalists, botanists, and zoologists shouldn’t be the only people who study the natural world. The broader people ought to take part in this as well. Nature’s balance can never be totally restored without the public’s active involvement. This “Prokriti Kotha” Magazine is our meager effort toward achieving that goal. Our “Prokriti Kotha” magazine’s major goal is to encourage regular people to think about nature. Through our magazine, we will attempt to convey numerous topics on plants, animals, and nature in straightforward Bengali text in order to achieve this purpose. Your assistance, well wishes, and direction are greatly appreciated on our path.

বাংলাদেশ, মাত্র ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার আয়তনের ক্ষুদ্র একটি দেশ। আয়তনে ক্ষুদ্র হলেও এখানে প্রাকৃতিক প্রাচুর্যের কোন কমতি নেই। দৈনন্দিন জীবনে আমরা প্রকৃতি ও পরিবেশের সঙ্গে ওতোপ্রোতো ভাবে জড়িত। কিন্তু প্রতিনিয়তই ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, শিল্পায়ন ও নগরায়ণের প্রভাবে পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান মাটি, পানি ও বায়ু দূষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বায়ুমণ্ডলে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসের মাত্রাতিরিক্ত নির্গমন ও প্রচুর ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিঃসরণের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে পরিবর্তিত হচ্ছে পৃথিবীর জলবায়ু। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একটি গবেষণায় দেখা গেছে অদূর ভবিষ্যতে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ ও শ্রীলংকাসহ পৃথিবীর অনেক দেশের নিম্নাঞ্চল অচীরেই সমুদ্রের পানিতে তলিয়ে যেতে পারে। জলবায়ু পরিবর্তনের ফলে প্রতি বছর বিশ্বব্যাপী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন- বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বাড়ছে। এতে বাংলাদেশসহ উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশের জনগণই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, গত ২৫০ বছরে পৃথিবী থেকে প্রায় ৫৭১ প্রজাতির উদ্ভিদ এবং ২১৭ প্রজাতির প্রাণী (পশু, পাখি ও সরীসৃপ) বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আরও বড় চিন্তার বিষয় হচ্ছে, প্রকৃতি নিয়ে এই যে এত গবেষণা, যার মূল বিষয় বস্তু হচ্ছে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবার কারণ, এর প্রভাব এবং প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে আমাদের করোনীয় এসব বিষয় নিয়ে আলোচনা করা তা শুধু মাত্র একটি নির্দিষ্ট কমিউনিটির মধ্যেই সীমাবদ্ধ থাকছে। প্রকৃতি বিষয়ক চিন্তা ভাবনা কেবল প্রকৃতিবিদ, উদ্ভিদবিদ বা প্রানীবিদদের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এতে সামিল করতে হবে সাধারণ জনগণকেও। সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহন ছাড়া কখনোই সম্পূর্ণরূপে প্রকৃতির ভারসাম্য রক্ষা সম্ভব হবে না। সেই লক্ষ্য নিয়েই আমাদের ক্ষুদ্র এই প্রয়াস- ‘প্রকৃতি কথা’ সাময়িকী। আমাদের ‘প্রকৃতি কথা’ সাময়িকীর মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃতি রক্ষার্থে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা। এই লক্ষ্য নিয়ে আমরা ‘প্রকৃতি কথা’ সাময়িকীর মাধ্যমে উদ্ভিদ, প্রানী ও প্রকৃতি বিষয়ক নানা ধরনের গবেষণা ও গবেষকদের সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য সরল ও প্রাঞ্জল বাংলা ভাষায় উপস্থাপনের চেষ্টা করবো। আমাদের এই পথ চলায় আপনাদের সকলের সহযোগিতা, শুভকামনা এবং দিকনির্দেশনা একান্ত কাম্য।
